জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার আরজি করে তরুণী চিকিত্সক ধর্ষণ ও খুন মামলার রায়। চিকিত্সক ধর্ষণ ও খুন মামলার রায় দেবে শিয়ালদহ আদালত। ফাঁসি নাকি যাবজ্জীবন, মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নিয়তি কি? সঞ্জয়ের ভাগ্য ঠিক হবে বিচারকের কলমের একটি আঁচড়ে। আরজি কর নিয়ে কী রায় আদালতের? সেদিকে তাকিয়ে গোটা দেশ। ধর্ষণ-খুনের পাঁচ মাস পার। এখনও জাস্টিস চাইছে অপরাজিতা। জাস্টিস চাইছেন আন্দোলনে নামা অসংখ্য মানুষ।
আর আরজি কর মামলার রায়দানে আগে নির্যাতিতার পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ, 'মেয়ের মৃত্যুর নেপথ্যে অন্যতম কারণ টাকার লেনদেন। গোল্ড মেডেল পাওয়ার স্বপ্ন ছিল মেয়ের। আদালতের উপর আস্থা আছে।' খাস কলকাতায়, সরকারি হাসপাতালের ভিতরে তরুণী চিকিত্সককে ধর্ষণ করে খুন! আরজি কর-কাণ্ডে বারে বারে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গত পাঁচ মাসে কালের নিয়মে প্রতিবাদের সুর ম্লান হয়েছে ঠিকই। কিন্তু ক্ষোভের আগুন নেভেনি। থামেনি বিচারের দাবি। ৯ অগাস্ট থেকে ১৮ই জানুয়ারি। গত পাঁচ মাসে কোন পথে এগোল মামলা? কোন খাতেই বা গড়াল রাজ্য রাজনীতি?
আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে তরুণী চিকিত্সকের দেহ উদ্ধার হয়। অর্ধনগ্ন, রক্তাক্ত দেহই জানান দিচ্ছিল, নারকীয় কোনও ঘটনা ঘটেছে। এরপরই ধর্ষণ-খুন কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে পুলিসের হাতে গ্রেফতার সঞ্জয় রায়। ধৃত সঞ্জয় কলকাতা পুলিসেরই সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিল। ঘটনার চাপে পড়ে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফার কথা বলে। সরকারি চাকরি থেকেও ইস্তফার ইচ্ছেপ্রকাশও করে। যদিও সন্দীপকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষের দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতর।
ওইদিনই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ করার জন্য কলকাতা পুলিসকে সময়ও বেঁধে দেন। মুখ্যমন্ত্রীর ডেডলাইন পর্যন্ত অপেক্ষা না করেই, ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিকে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে অভিনব প্রতিবাদ। জায়গায় জায়গায় প্রতিবাদীদের দখলে রাতের কলকাতা। জোরালো জাস্টিসের দাবি।
এরপরই আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। ছাত্র সমাজের নামে ডাকা নবান্ন অভিযানে ধুন্ধুমার। গঙ্গার দু’পারেই পুলিস-আন্দোলনকারীদের দফায় দফায় খণ্ডযুদ্ধ। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। প্রতীকী মেরুদণ্ড হাতে লালবাজারে জুনিয়র ডাক্তাররা। সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে, সিপির হাতেই ডেপুটেশন। সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের অবস্থান।
পরপর দু’দিন ভেস্তে গেল রাজ্য সরকার ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের আবারও আলোচনায় বসার আহ্বান। সন্ধেয় মমতার কালীঘাটের বাড়িতে ভেস্তে গেল বৈঠক। মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তার বৈঠকের মধ্যেই অপসারিত কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান প্রত্যাহার।
ধর্মতলায় মঞ্চ বেধে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। ধর্ষণ-খুনের মামলায় শিয়ালদা আদালতে চার্জশিট পেশ সিবিআইয়ের। একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্যসচিব। অনশনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা। নবান্নে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তার বৈঠক। ধর্মতলা থেকে অনশন-আন্দোলন প্রত্যাহার। শিয়ালদহ আদালতে ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন। শিয়ালদহ আদালতে শুরু বিচার প্রক্রিয়া। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বিচারপ্রক্রিয়া। এবার রায়দান। বিচারের অপেক্ষায় আরজি কর।