নিরুফা খাতুন: মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ থাকলেও শীত প্রেমীদের কাছে জাঁকিয়ে শীত অধরাই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে তাপামাত্রা কিছুটা কমবে। তবে তা ক্ষণস্থায়ী। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ফের উর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই পূর্বাভাস।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে পারদ নামবে। তবে তা ক্ষণস্থায়ী। সোমবার থেকে ফের চড়বে তাপমাত্রা। শনিবার উত্তর ভারতে ধেয়ে আসবে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা কাটতে না কাটতে ফের ২২ তারিখে আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে বলে পূর্বাভাস। যার জেরে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। কমবে না তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
রবিবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে। তবে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার থেকে ফের পারদ চড়বে বলে পূর্বাভাস। এদিকে সকাল-সন্ধ্যা শীতের আমেজ থাকবে। আজ শনিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি।
আগামী ৪-৫ দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির সম্ভাবনাও দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়ে তার উপর নির্ভর করবে উত্তরবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি। রবিবার থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমবে বলেই পূর্বাভাস।