চলতি মাসেই শুরু উচ্চ প্রাথমিকে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং
প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
স্টাফ রিপোর্টার: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ফের ১৫৪৩ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে এই ১৫৪৩ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত হওয়া শূন্যপদে নিয়োগে কাউন্সেলিংয়ের জন্য শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি।
জানা গিয়েছে, তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে আগামী ২৮ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে ৮ হাজার ৭৪৯ জনকে ডাকা হয়। দ্বিতীয় পর্যায়ে আসেন ২ হাজার ৫৯৫ জন। এবার শুরু হওয়া তৃতীয় পর্যায়ে ১ হাজার ৫৪৩ জনকে ডাকা হয়েছে।
আপাতত তিন পর্যায়ের কাউন্সেলিংয়ে মোট ১২ হাজার ৮৮৭ জনকে ডাকা হয়েছে। এসএসসি নিয়োগের সুপারিশ পত্র দিয়েছে ৮ হাজার ৬৫১ জনকে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন, ১৪ হাজার ৫২ জনের নিয়োগের নির্দেশ দিয়েছিল কোর্ট।
গত বছরের আগস্ট মাসে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আরও নির্দেশ ছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিং করতে হবে। সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করে এসএসসি। এবার শুরু হবে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং।