গভীর রাতে বাড়িতে চড়াও, পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগে উত্তাল কোচবিহার
প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
বিক্রম রায়, কোচবিহার: গতকাল গভীর রাতে বাড়িতে চড়াও হয়েছিল পুলিশ। বাড়ির লোকদের মারধর ও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের মারের চোটে বাড়িতেই মারা গিয়েছেন এক মাঝবয়সী মহিলা। এই মারাত্মক অভিযোগ উঠল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বুধবার রাতে। হরিণচোরা এলাকায় রাস্তার ধারের পুলিশের গাড়ি ধোওয়া হচ্ছিল। সেসময় এক দোকানির সঙ্গে পুলিশের গাড়ির চালকের ঝামেলা হয়। সেময় ঝামেলা মিটে গেলেও গতকাল শুক্রবার গভীর রাতে ওই দোকানির বাড়িতে পুলিশ হানা দেয়। হরিণচোরা এলাকায় ওই বাড়িতে পুলিশের উপস্থিতিতে বাসিন্দারা ভয় পেয়ে যান। পুলিশ ওই দোকানের মালিক, কর্মী-সহ চারজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কী কারণে অত রাতে পুলিশ বাড়িতে এসেছে? কেনই বা তাঁদের থানায় নিয়ে যাওয়া হবে? সেই প্রশ্ন পুলিশকে করা হলেও কোনও কথা বলা হয়নি। বরং পুলিশ ওই পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ ওঠে।
বাড়ির বাসিন্দা বছর ৫৫-এর আম্বিয়া বিবি পুলিশকে ঠেকাতে গিয়েছিলেন। সেসময় তাঁকেও মারা হয় বলে অভিযোগ। তারপরেই তিনি অসুস্থ হয়ে যান। কিছু সময় পরেই ওই মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোর, পুলিশের মারেই আম্বিয়া বিবি মারা গিয়েছেন। রাতে মহিলা কর্মী ছাড়াই পুলিশ ওই বাড়িতে হানা দিয়েছিল বলেও দাবি বাসিন্দাদের। পুলিশের শাস্তির দাবি তুলে শনিবার সকালে পথে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
হরিণচোরা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো চলে। কোচবিহার থেকে মাথাভাঙা-দিনহাটা যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তায় দেখা যায় বিপুল যানজট। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের দেখে বিক্ষোভও দেখানো হয়। পুলিশ চারজনকে থানায় আটক করে রেখেছে বলেও অভিযোগ। যদিও গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি।