• ‘মদ্যপান করত, কিন্তু…’, তিলোত্তমাকাণ্ডে কী বলছেন সিভিকের দিদি?
    TV9 বাংলা | ১৮ জানুয়ারি ২০২৫
  • কলকাতা: আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে শোরগোল। গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে ‘তিলোত্তমা’-র দেহ উদ্ধার হয়। ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ১৬২ দিন পর শনিবার আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা। তার আগে কী বলছেন ধৃত সিভিক ভলান্টিয়ারের দিদি?

    এদিন সকাল থেকেই টিভির পর্দায় নজর রেখেছেন ধৃত সিভিক ভলান্টিয়ারের এক দিদি। উদাস চোখে তাকিয়ে রয়েছেন টিভির দিকে। সত্যিই কি তাঁর ভাই দোষী? কী মনে করছেন?

    প্রশ্ন শুনে ধরা গলায় বললেন, “আমি ঠিক জানি না। টিভিতেই সব দেখছি।” তিনি বলেন, “২০০৭ সালে আমার বিয়ে হয়। তারপর থেকে বাপেরবাড়ির সঙ্গে তেমন যোগাযোগ ছিল না।” তাঁর ভাই এমন নৃশংস কাজ করতে পারেন কি না জিজ্ঞাসা করায় বললেন, “ভাই মদ্যপান করত। তবে এরকম কাজ করতে পারে কি না, বলতে পারব না।”

    ছোটবেলায় কেমন ছিলেন ধৃত সিভিক ভলান্টিয়ার? তাঁর দিদি বললেন, “ছোটবেলায় আর পাঁচটা বাচ্চার মতো সাধারণই ছিল ভাই।” মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগও ছিল না। তারপর তাঁর ভাই ধীরে ধীরে বদলে গিয়েছেন কি না, তা নিয়ে বিশেষ কিছু বলতে পারলেন না দিদি। সকাল থেকে রায়ের অপেক্ষায় রয়েছেন।
  • Link to this news (TV9 বাংলা)