• বীরভূমে লাইনচ্যূত মালগাড়ি, একের পর এক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা...
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বীরভূমে লাইনচ্যূত হল মালগাড়ি। শনিবার সকালে তারাপীঠ রোড রেল স্টেশনের কাছে একটি মালগাড়ি লাইনচ্যূত হয়। ঘটনার জেরে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় যাত্রীবাহি ট্রেন। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

    শনিবার সকাল ৮.‌৪৫ নাগাদ তারাপীঠ রোড রেলস্টেশনের দাঙ্গাল রেলগেটের কাছে একটি কয়লাবোঝাই মালগাড়ি যাচ্ছিল। সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে আসছিল মালগাড়িটি। আচমকা মালগাড়িটির একটি বগির চাকা ভেঙে যায়। ফলে সেটি লাইনচ্যুত হয়। খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন। তড়িঘড়ি মেরামতির বন্দোবস্ত করে লাইন পরিষ্কারের কাজ শুরু হয়।

    তবে ঘটনায় হতাহতের খবর নেই। তবে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় বীরভূমের একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। সকাল দশটার আগেই বর্ধমান–রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদহ–শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া–আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে একের পর এক স্টেশনে। চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। 

    (adsbygoogle = window.adsbygoogle || []).push({});


    রেল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে এবং লাইন পরিষ্কার করার জন্য বিশেষ দল মোতায়েন করা হয়েছে। তবে কখন স্বাভাবিক চলাচল শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়। রেলপথ সচল করতে প্রশাসন ও রেল কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
  • Link to this news (আজকাল)