• হুগলিতে গ্যাস লিক করে দুর্ঘটনা, আহত ১
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি : গ্যাস লিক করে দূর্ঘটনা।  চন্দননগরে বিস্ফোরনে আহত প্রৌঢ়া। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। আহতের নাম রানু রায় (৫৪)।

    জানা গেছে চন্দননগর ফটকগোড়া এলাকার একটি বাড়ির দোতলায় আজ সকালে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশী স্থানীয় লোকজন। তারা দেখেন প্রৌঢ়া আগুনে ঝলসে গেছেন। রান্নাঘরের দরজা জানালা সব ভেঙে গেছে। দেওয়ালের সুইচবোর্ড তার থেকে ঝুলছে।তড়িঘড়ি আহতকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বার্ন ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

    ওই বাড়ির বাসিন্দা মিঠু রায় বলেন,আমার বড় জা রানু রায় রান্নাঘরে ঢুকে লাইট জ্বালানোর জন্য সুইচ দিতেই বিস্ফোরণ হয়। চারটে দরজা দুটো জানালা ভেঙে যায়। তার শরীর ঝলসে যায়। গতকালই নতুন গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়ে গিয়েছিল। হয়ত ভাল করে রেগুলেটর বন্ধ করা হয়নি। সেখান থেকে গ্যাস লিক করে। রাতে দরজা জানালা বন্ধ ছিল। সকালে বোর্ডের সুইচ দিতেই ফেটে যায়। যদিও গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকে। সারা রাত গ্যাস লিক করে ঘর জতুগৃহ হয়েছিল। তাতে ইলেকট্রিক বোর্ডের সুইচ দিতেই একটা ছোট্টো ফুলকিতে এত বড় কান্ড ঘটে যায় বলে অনুমান।
  • Link to this news (আজকাল)