ভারতীয় ভুখণ্ডে ঢুকে বাংলাদেশি লুটেরাদের ফসল লুঠের চেষ্টা, বিএসএফকে লক্ষ্য করে বোমা, তারপর?
আজকাল | ১৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নতুন করে ভারত ও বাংলাদেশের সীমান্তে উত্তেজনা। এবার মালদার বৈষ্ণবনগর থানার সুকদেবপুরে ওপারের সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা ঢুকে পড়ল ভারতীয় ভুখণ্ডে। ঘটনা লক্ষ্য করে এগিয়ে যান ভারতীয়রা। এগিয়ে যায় বিএসএফ। তাদের তাড়া খেয়ে আবার নিজের দেশে পালিয়ে যায় বাংলাদেশিরা। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের ফলানো ফসল কেটে নিয়ে যেতেই বালাদেশিরা এপারে এসেছিল।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সীমান্তে বারবার উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। অপরাধমুক্ত সীমান্ত তৈরি করা এবং অনুপ্রবেশ রুখতে বিএসএফ ভারতের জমিতে বেড়া দিতে গেলে বারবার তাদের বিজিবির বাধার মুখে পড়তে হয়েছে। কখনও কোচবিহার আবার কখনও মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফকে এই বাধার মুখে পড়তে হয়েছে। কোথাও বিজিবিকে সঙ্গে নিয়ে বাংলাদেশি নাগরিকরাও বিএসএফকে বাধা দিয়েছে বলে অভিযোগ। সীমান্তে ভারতীয় ভুখন্ডের গ্রামবাসীরা অভিযোগ করেন, বিজিবিকে সঙ্গে নিয়ে বাংলাদেশের নাগরিকরা তাঁদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে।
সুকদেবপুরের গ্রামবাসীরা অভিযোগ করেন, বাংলাদেশের নাগরিকরা রাতের অন্ধকারে তাঁদের ফসল কেটে নিয়ে গিয়েছে। শনিবারও বাংলাদেশি লুটেরারা ফসল লুট করতে এলে এগিয়ে যান ভারতীয় গ্রামবাসীরা। অভিযোগ, তখনই বাংলাদেশিরা তাঁদেরকে আক্রমণ করে। ছোঁড়া হয় ইঁট ও বোমা। এমনকী বিএসএফের উপরেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এরপরেই সুকদেবপুরের সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে যখন এগিয়ে যান তখন তাঁদের তাড়ায় পালিয়ে যায় বাংলাদেশিরা।