রবিবার সামান্য কমবে পারদ, সোমবার থেকে ফের বাড়বে, শীতের মেয়াদ আর কতদিন?...
আজকাল | ১৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তিতে শীতের কামড় দেখা যায়নি। আশঙ্কা তৈরি হয়েছিল শীত হয়ত এবার একটু তাড়াতাড়িই পাততাড়ি গোটাবে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। তবে হাওয়া অফিস শনিবার জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে। যদিও ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ফের উর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। তবে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শনিবার উত্তর ভারতে ধেয়ে আসবে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা কাটতে না কাটতে ফের ২২ তারিখে আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে উত্তুরে হাওয়া হবে বাধাপ্রাপ্ত। তবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। যদিও তা কনকনে নয়। সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই।
রবিবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সকাল–সন্ধে শীতের আমেজ থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৪–৫ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়ে তার উপর নির্ভর করবে উত্তরবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি। রবিবার থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমবে উত্তরে।