'রুদ্রাক্ষের মালা পরি, এক IPS ফাঁসিয়েছে', রায় শুনেই বিচারকের কাছে আর্তি সঞ্জয়ের
আজ তক | ১৮ জানুয়ারি ২০২৫
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হল সঞ্জয় রায়কে। শনিবার দুপুর আড়াইটের কিছু সময় আগে রায় পড়তে শুরু করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার সাজা ঘোষণা করা হবে। আদালত কক্ষে রায় ঘোষণার সময় বিচারককে প্রশ্ন করল সঞ্জয়। দোষী সঞ্জয়ের প্রশ্ন শুনে জবাবও দিলেন বিচারক। তাকে ফাঁসানো হয়েছে বলে বিচারককে বলল সঞ্জয়। এক IPS-সহ যারা ফাঁসিয়েছে, তাদের কেন ছাড়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সঞ্জয়।
সূত্রের খবর, বিচারককে সঞ্জয় বলেন, 'যারা আমায় ফাঁসিয়েছে, তাদের কেন ছাড়া হচ্ছে?' সঞ্জয়ের এই প্রশ্ন শুনে বিচারক বলেন, 'সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছি। সবটা খতিয়ে দেখার পর দোষী সাব্যস্ত করেছি। আপনি দোষী। আপনার সাজা হবেই।'
এদিন সঞ্জয় বলেন, 'গলায় সবসময় রুদ্রাক্ষের মালা পরি। যদি আমি অপরাধ করে থাকি, তা হলে ঘটনার সময় ঘটনাস্থলে আমার ওই মালা ছিঁড়ে পড়ত। আমি এই অপরাধ করিনি। আমি কিছুই করিনি। আমায় ফাঁসানো হয়েছে। যারা আমায় ফাঁসিয়েছে, এক জন আইপিএস-সহ তাদেরকে ছাড়া হচ্ছে। কেন?'
এরপরেই সঞ্জয়ের উদ্দেশে বিচারক বলেন, 'আপনার বক্তব্য সোমবার শোনা হবে। এখন আপনাকে জেলে পাঠাচ্ছি। সোমবার আপনার সাজ ঘোষণা করা হবে। দুপুর সাড়ে ১২টায় সঞ্জয়ের বক্তব্য শোনা হবে। দ্বিতীয় ধাপে সাজা ঘোষণা করা হবে।'
প্রসঙ্গত, সঞ্জয় একাই এই ঘটনা ঘটিয়েছে না কি, এই ঘটনার নেপথ্যে আর কেউ ছিলেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এমনকী, নির্যাতিতার মা-বাবাও বারবার সরব হয়েছেন যে, একা সঞ্জয়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এর আগেও সঞ্জয় দাবি করেছিল যে, তাকে ফাঁসানো হয়েছে। এমনকী, এর আগে, আরজি করে ঘটনার সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নিয়েছিলেন সঞ্জয়। এদিন রায় ঘোষণার সময় বিচারকের উদ্দেশে সঞ্জয়ের এহেন বক্তব্য এই পর্বে নয়া মাত্রা যোগ করেছে।