• শীতে ফের বৃষ্টির পূর্বাভাস, কনকনে ঠান্ডা কেমন থাকবে? আবহাওয়ার আপডেট
    আজ তক | ১৮ জানুয়ারি ২০২৫
  • ঠান্ডার মধ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। আগামী সপ্তাহেই হাল্কা বৃষ্টি হতে পারে। অন্য দিকে, গত কয়েক দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যার জেরে শীতের আমেজ থাকলেও হাড়কাঁপানো ঠান্ডা উধাও। জানুয়ারির শেষ লগ্নে কনকনে ঠান্ডার কামব্যাক হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অন্য দিকে, কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা হতে পারে। 

    কেমন থাকবে তাপমাত্রা?

    আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ফের পারদ পতন হয় কি না, সেটাই দেখার।

    ফের বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিস জানিয়েছে, ২৪ জানুয়ারি দার্জিলিঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৪ জানুয়ারি  পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.২  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং ন্যূনতম ৫৪ শতাংশ।
  • Link to this news (আজ তক)