• দেখেই গুলি চালায় সাজ্জাক, আত্মরক্ষায় জবাব পুলিশের, জানালেন ADG আইনশৃঙ্খলা
    প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
  • নিরুফা খাতুন: বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সাজ্জাক আলম। তাকে আত্মসমর্পণ করার কথা বলে পুলিশ। সঙ্গে সঙ্গেই নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় উত্তর দিনাজপুরের ‘ত্রাস’। তারপরই আত্মরক্ষায় পালটা জবাব দেয় পুলিশ। গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি কাণ্ডে সাজ্জাক আলমকে কীভাবে খতম করা হল, শনিবার ভবানীভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই অপারেশন সংক্রান্ত তথ্য দিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।

    তিনি বলেন, “সাজ্জাক পালিয়ে যাওয়ার পর আমরা স্পেশাল টিম গঠন করি। যৌথ উদ্যোগে তাকে ধরার চেষ্টা করি। বিভিন্ন জেলায় তল্লাশি চালানো হয়। শুক্রবার আমাদের কাছে খবর আসে বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে আসামি। যেহেতু এখন প্রচুর কুয়াশা, তাই সমস্যা হয়েছিল। তবে ছোট ছোট টিম তৈরি করে ওই এলাকা ঘিরে ফেলা হয়। তাকে ধরা দিতে বলা হয়। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা পুলিশ গুলি চালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।” এনকাউন্টারের সময় কত রাউন্ড গুলি চলে, তা এখনও স্পষ্ট নয়। কটি কার্তুজই বা বাজেয়াপ্ত করা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

    তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৩-৪ রাউন্ড গুলি চালানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনটি গুলি লেগেছে। পায়ে, পেটে এবং পিঠের দিকে গুলি লেগেছে। এদিন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম পুলিশের ঢালাও প্রশংসা করেন। প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ আধিকারিকরা আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর বলেই জানান তিনি। মালদহে তৃণমূল কর্মী হাসা শেখ খুন কাণ্ডের প্রসঙ্গও তোলেন । বাংলায় কোনও অপরাধীর সঙ্গে আপস করা হবে না তা-ও সাফ জানান ADG আইনশৃঙ্খলা। এদিকে, পুলিশকে গুলি চালিয়ে বিচারাধীন বন্দি পালানোর ঘটনায় ৪ জনকে সাসপেন্ড করা হয়েছে।

    উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি, ইসলামপুর আদালত থেকে প্রিজন ভ্যানে করে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার একরচালা কালীমন্দিরের কাছে শৌচকর্ম করবে বলে জানায়। প্রিজন ভ্যান থেকে নামে। অভিযোগ, প্রিজন ভ্যান থেকে নেমে দুই পুলিশকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এরপর একটি বাইকে চড়ে চম্পট দেয়। রায়গঞ্জ পুলিশ সুপার সাজ্জাকের ২ লক্ষ টাকা মাথার দাম ধার্য করে। বৃহস্পতিবার জখম দুই পুলিশকর্মীকে দেখতে যান খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ৪৮ ঘণ্টার মধ্যে সাজ্জাককে গ্রেপ্তার করতে হবে বলেই নির্দেশ দেন। পুলিশের উপর গুলি চালালে পালটা তার ৪ গুণ গুলি চালানো হবে বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন ডিজি। তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের এনকাউন্টারে খতম সাজ্জাক।
  • Link to this news (প্রতিদিন)