শুকদেবপুর আন্তর্জাতিক সীমান্ত বেশ কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এবার ফের ফসল নষ্ট করার অভিযোগ উঠল বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার কথা জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠেন কৃষক ও গ্রামবাসীরা। চাষের জমিতে যেতে চান তাঁরা। তবে সামগ্রিক নিরাপত্তা ও গ্রামবাসীদের কথা ভেবে জমিতে যেতে দিতে চাইছে না বিএসএফ। গ্রামবাসীদের বোঝাছেন জওয়ানরা।
গত রবিবার থেকে উত্তেজিত হয়ে রয়েছে শুকদেবপুর সীমান্ত। বিএসএফ ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার বসানোর কাজ শুরু করলে আপত্তি তোলে বিজিবি। তাতেই রেগে যান এলাকার বাসিন্দারা। এরপর থেকেই ওই এলাকা-সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা প্রচুর সংখ্যায় ইট এবং পাথর নিয়ে ওই এলাকায় জড়ো হন। পরিস্থিতি সামল দেয় বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করা হয়েছে। তবে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। এই আবহে ফের ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ দুষ্কৃতীদের বিরুদ্ধে।