• ‘কলকাতা পুলিশের তদন্তের অভিমুখ সঠিক ছিল, প্রমাণিত’, অভয়া খুন-ধর্ষণে রায় ঘোষণার পর বলছেন কুণাল
    প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায়। যাকে ঘটনার পরদিনই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই রিপোর্টেও তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনি হিসেবে একমাত্র সঞ্জয়কেই চিহ্নিত করা হয়েছে। সেই রিপোর্ট সূক্ষ্মভাবে খতিয়ে দেখে শনিবার তাকেই দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। এরপরই তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, “আজকের রায় প্রমাণ করে দিল কলকাতা পুলিশের তদন্ত একেবারে সঠিক ছিল।”

    ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রমাণের উপর ভিত্তি করে রাতারাতি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কিন্তু কিছু জুনিয়র ডাক্তার, বাম ও অতি বাম সংগঠন ক্রমাগত সিবিআই তদন্তের দাবি জানাতে থাকে। প্রভাবিত হয়ে একই দাবি করেছিলেন অভয়া-র বাবা-মাও। ১৩ আগস্ট কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কিন্তু তদন্ত চালিয়েও ধর্ষণ-খুন মামলায় সঞ্জয় ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৭ অক্টোবর শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে। তাতে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নামই ছিল। এদিন তাকেই দোষী সাব্যস্ত করল আদালত।

    আদালতের রায়কে স্বাগত জানিয়ে কুণাল ঘোষ বলেন, “আজকের রায় প্রমাণ করে দিল কলকাতা পুলিশের তদন্ত একেবারে সঠিক ছিল। যারা সিবিআই সিবিআই করছিলেন সেই সিবিআই তো কলকাতা পুলিশের তদন্ত সঠিক বলে সিলমোহর দিয়ে দিল। কিছু বাম, অতি বাম সংগঠন বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছিল। সেটা না হলে আরও আগে সুবিচার পেত অভয়া।”  সবমিলিয়ে এদিন শিয়ালদহ আদালতের বিচারপ্রক্রিয়া প্রমাণ করে দিল, কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথেই এগিয়েছিল।
  • Link to this news (প্রতিদিন)