• দুর্নীতির অভিযোগে বসিরহাট আদালতে বিচারককে হেনস্তা! রুল ইস্যু কলকাতা হাই কোর্টের
    প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
  • গোবিন্দ রায়: বসিরহাট আদালতে বিচারককে হেনস্তার অভিযোগ। এবার দুই বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক-সহ পদাধিকারীদের বিরুদ্ধে রুল ইস্যু করল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে রুল ইস্যুর নির্দেশ দিয়েছে। ৪ সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

    জানা গিয়েছে, সম্প্রতি বসিরহাট আদালতের অতিরিক্ত জেলা বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ও তাঁকে অপসারণের দাবিতে সরব হন বসিরহাট আদালতের শতাধিক আইনজীবী থেকে ল’ক্লার্ক। এনিয়ে বসিরহাট আদালতে এডিজের দপ্তরের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ দেখান বিক্ষুব্ধরা। তাঁদের বিক্ষোভের জেরে এক প্রকার স্তব্ধ ছিল বসিরহাট আদালতের কাজকর্ম। এ নিয়ে বিতর্কের জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। আইনজীবীদের একাংশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়ে জেলা আদালত ও হাই কোর্টের দ্বারস্থ হন এডিজে। ঘটনার ভিডিও রেকর্ডিংও জমা দেওয়া হয়। যা নিয়ে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

    বসিরহাট আদালতের এই মামলাটি শুনতে বিশেষ বেঞ্চও গঠন করে দেয় হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই অনুযায়ী, বুধবার বিচারপতি বসাক এবং বিচারপতি রসিদির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন হাই কোর্টের এজলাসে হেনস্তার ঘটনার ভিডিও রেকর্ড চালান দুই বিচারপতি। এর পরেই বসিরহাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে। হাই কোর্ট অভিযুক্ত আইনজীবীদের সম্পর্কে তথ্যও চেয়েছে। হাই কোর্টের নির্দেশে এদিন উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্য প্রসূন দত্ত।
  • Link to this news (প্রতিদিন)