ফসল নষ্ট করা নিয়ে ফের বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। মালদার বৈষ্ণবনগর থানার শুকদেবপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শনিবার। বাংলাদেশের বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে এ দেশের কৃষকদের জমির ফসল নষ্ট করে বলে অভিযোগ।
সেই ঘটনা ঘিরেই উত্তেজনা ছড়ায় শুকদেবপুরের সীমান্তে। বৈষ্ণবনগর থানা এলাকায় বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীনে এই এলাকা। দিন কয়েক আগে এই এলাকাতেই সীমান্তে বেড়া দেওয়া ঘিরে ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়ায়। সেখানেই ফের ঝামেলা। অভিযোগ, বাংলাদেশের কয়েকজন ঢুকে ভারতীয় ভূখণ্ডে থাকা জমির ফসল নষ্ট করছিল। তা দেখে পাল্টা তেড়ে যায় ভারতীয় কৃষকরা। এই ঘটনার ভিডিয়ো দাবি করে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বহু লোক ছোটাছুটি করছে। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশ থেকে লোকজন ঢুকে ইট ছুড়েছে, বোমাও ফাটিয়েছে। এর জেরেই সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ইটের আঘাতে দুই জন বিএসএফ জওয়ান জখম হয়েছেন, গ্রামবাসীরাও জখম হয়েছেন। পরে বিএসএফ পরিস্থিতি সামলে নিয়েছে।
তবে বিএসএফ-এর তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে ঝামেলা হয়েছে। বিএসএফ ও বিজিবি বিষয়টির মধ্যে ঢুকে সব সামাল দেয়। এটা সীমান্ত সমস্যা বা বিএসএফ ও বিজিবির মধ্যে ঝামেলা নয় বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী।
ওই সীমান্তে পরিদর্শনে আসেন মালদা বিএসএফ সেক্টরের উচ্চপদস্থ আধিকারিকরা। স্থানীয় থানার পুলিশ, কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও ঘটনাস্থলে গিয়েছেন। গোটা ঘটনাটি রিপোর্ট আকারে জেলা শাসকের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।