• মেদিনীপুর মেডিক্যালে রুদ্ধদ্বার বৈঠক, সাসপেনশন প্রত্যাহারের দাবিতে জোড়া চিঠি জুনিয়র ডাক্তারদের
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৫
  • মেদিনীপুর মেডিক্যাল ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করার প্রতিবাদে দিনভর উত্তেজনা ছিল হাসপাতাল চত্বরে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সহ কলেজ কাউন্সিলের সদস্যদের অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করার হুঁশিয়ারিও দেওয়া হয়। শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী, সুপার ইন্দ্রনীল সেন, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী-র সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে সিদ্ধান্ত হয়, জুনিয়র চিকিৎসকদের শাস্তি প্রত্যাহারের জন্য স্বাস্থ্য ভবনের কাছে আবেদন করা হবে। চিঠি পাঠানো হবে সিআইডির কাছেও। 

    হাসপাতাল সূত্রে খবর, জুনিয়র ডাক্তাররা নিজেদের শাস্তি প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রিন্সিপালকে একটি চিঠি লিখবেন। সেই চিঠি প্রিন্সিপাল মৌসুমী নন্দী জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারের কাছে পাঠাবেন। পুলিশ সুপার ধৃতিমান সরকার তা সিআইডি এডিজি-কে ফরওয়ার্ড করবেন। চিঠির অন্য একটি কপি প্রিন্সিপাল স্বাস্থ্য ভবনের কাছেও পাঠাবেন বলে জানা গিয়েছে।

    বৈঠকের পর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন,  ‘জুনিয়র চিকিৎসকরা প্রিন্সিপাল ম্যাডামের কাছে একটি চিঠি লিখবেন। প্রিন্সিপাল ম্যাডাম সেটা সিআইডি এডিজি এবং স্বাস্থ্য ভবনে পাঠাবেন।’ অন্যদিকে বৈঠকে উপস্থিত এক সিনিয়র ডাক্তার বলেন, ‘এই বিষয়ে স্বাস্থ্য ভবন তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন, সেটাই হবে। তবে এটা সত্যি যে ওঁদের (পিজিটি-দের) ভবিষ্যতের একটা ব্যাপার আছে।’

    জুনিয়র ডাক্তাররা এ দিন বলেন, ‘আমরা সমস্ত জায়গায় মেইল করেছি। আমাদের আংশিক কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলবে। সাসপেনশন প্রত্যাহার না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। অন্যান্য মেডিক্যাল কলেজগুলির কাছেও আমাদের আবেদন থাকবে পাশে থাকার জন্য।’

    মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার কর্তব্যরত ৬ জন জুনিয়র চিকিৎসক-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। শনিবার সকালেও এক পিজিটিকে সাসপেন্ড করার বিষয়ে জানা যায়। সাসপেন্ড করার সিদ্ধান্তের পর থেকেই হাসপাতালে আংশিক কর্মবিরতি চালানো হচ্ছে। 

  • Link to this news (এই সময়)