ছুটি কাটিয়ে কামব্যাকের মেজাজে নেই শীত। আগামী সপ্তাহেও পারদ পতনের সম্ভাবনা কম, জানাচ্ছেন আবহবিদরা। তবে রবিবার সপ্তাহের শেষ দিনে সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। তবে তা যৎসামান্যই। কিন্তু আবারও চালিয়ে ব্যাট করবে শীত, সেই আশ্বাস দিতে পারছেন না আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ২৪ ঘণ্টা পর থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। আর নেপথ্য কারণ সেই পশ্চিমী ঝঞ্ঝা। অতীতেও শীতের মসৃণ জার্নিতে ‘ভিলেন’ হয়েছিল শীত। রবিবার থেকে ফের ঝঞ্ঝার গেরোয় থমকে যাবে উত্তুরে হাওয়া। আর সেই কারণে পারদ পতনের সম্ভাবনা কম রাজ্যে। চলতি মরশুমে কি নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কি আদৌ রয়েছে? এখনই তা নিয়ে মন্তব্য করতে নারাজ আবহবিদরা।
শীত না ফিরলেও শীতের আমেজ থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শনিবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কুয়াশার দাপট কমবে। বাড়বে দৃশ্যমানতা। আগামী ৪ থেকে ৫ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শীতের আমেজ সেখানে বজায় থাকবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে তার উপরে নির্ভর করতে উত্তরবঙ্গের আগামীর আবহাওয়া। তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, জানা গিয়েছে এমনটাই।