• বন দপ্তরের ক্যামেরায় মিলল ছবি, পুরুলিয়ার কোথায় লুকিয়ে রয়্যাল বেঙ্গল?
    এই সময় | ১৯ জানুয়ারি ২০২৫
  • পুরুলিয়ার জঙ্গলে বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। অবশেষে মিলল ‘বেপাত্তা’ বাঘের ছবি। শুক্রবার রাতে বান্দোয়ান ১ ব্লকের রাইকার জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় ছবি ওঠে পুরুষ বাঘটির। বাঘটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ধরার আপ্রাণ চেষ্টায় বনকর্মীরা। 

    ডিসেম্বরের শেষ সপ্তাহে সিমলিপালের বাঘিনি জ়িনাত ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া ঢুকেছিল। বনকর্মীদের কালঘাম ছুটিয়ে দিয়েছিল জ়িনাত। অবশেষে বাঁকুড়া থেকে জ়িনাতকে খাঁচাবন্দি করা সম্ভব হয়। তবে এই বাঘটির কলার না থাকায় প্রাথমিকভাবে অসুবিধায় পড়তে হয় বন দপ্তরকে। 

    গত কয়েক দিন ধরে পুরুলিয়ার জঙ্গল এলাকায় ঘুরছে বাঘটি। পাগমার্ক, বাঘের মল দেখে বিভিন্ন জায়গায় খাঁচা বসিয়েও লাভ হয়নি। যদিও শুক্রবার মাঝরাতে সে ধরা দিল ক্যামেরায়। ছবি আসার পরেই বনকর্মীরা নতুন উদ্যমে স্ট্র্যাটেজি তৈরি করছেন বাঘটিকে ধরার জন্য। বনকর্মীরা মনে করছেন, বান্দোয়ানের জঙ্গলের ১৫ কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে সে ঘোরাফেরা করছে। শুক্রবার রাতে সে কিছুটা এগিয়ে বোরোর দিকে চলে আসে, আবার ফিরেও যায়। বাঘ যাতে কোনওভাবেই জঙ্গল লাগোয়া লোকালয়ে না পৌঁছতে পারে, তার জন্য জঙ্গলের ধারে বিস্তৃত এলাকায় নেট লাগানো হয়েছে।

    পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডিএফও পূরবী মাহাতো জানিয়েছেন, বাঘটিকে ধরার জন্য সবরকম চেষ্টাই করা হচ্ছে। জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এ বার শুধু সময়ের অপেক্ষা। 

  • Link to this news (এই সময়)