• বাইক থেকে তুলে প্রৌঢ়কে আছাড় হাতির, শুঁড়ে পেঁচিয়ে নিয়ে গেলো ৪০-৫০ ফুট দূরে
    এই সময় | ১৯ জানুয়ারি ২০২৫
  • হাতির আছাড়ে প্রৌঢ়ের মৃত্যু। ঝাড়গ্রামের হদহদির ঘটনা। অভিযোগ, বাইকে বসা ওই প্রৌঢ়কে হাতি তুলে আছাড় মারতে মারতে নিয়ে গিয়ে ফেলে ৪০-৫০ ফুট দূরে। এ দিকে হাতির প্রবল চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখেন, রাস্তার ধারে পড়ে আছে ধনঞ্জয় মাহাতোর (৫১) বাইক। কিন্তু তাঁর দেখা নেই। শুক্রবার রাতের ঘটনা। এর পরই বিশাল টর্চ নিয়ে এসে এলাকার লোকজন খোঁজ শুরু করেন। রাস্তা থেকে কিছু দূরেই তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় প্রবল আতঙ্ক এলাকায়। এলাকার লোকজনের সাফ বক্তব্য, প্রশাসনকে নিরাপত্তার দিকটি দেখতে হবে। পথবাতি, ওয়াচ টাওয়ার, বড় নালা কাটতে হবে।

    ধনঞ্জয় মাহাতোর ভুসির দোকান। রাত ৮টা নাগাদ দোকান বন্ধ করে বাইক নিয়ে ফিরছিলেন তিনি। হদহদিতে তাঁর বাড়ি। বাড়িতে ঢোকার মুখেই এই ঘটনা ঘটে। এলাকার লোকজনের অনুমান, হাতিটি ধনঞ্জয়ের বাইকের সামনে চলে এসেছিল। যা দেখে তিনি ঘাবড়ে যান। সেই সময়ই হাতি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। আছড়েই ছাড়েনি, আছাড় মারতে মারতেই নিয়ে যায় বেশ কিছুটা দূর।

    বিষয়টি বনদপ্তরে জানালে, কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ধনঞ্জয়কে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    শুধু এই ঘটনাই নয়। অভিযোগ, হদহদির পাশের গ্রাম শুসনিগেড়িয়াতেও হাতির হামলার ঘটনা ঘটে। ভরত মল্লিক (৪০) নামে একজন গুরুতর আহত হন। ঝাড়গ্রাম মেডিক্যালে তিনি চিকিৎসাধীন। যদি বনদপ্তরের দাবি, হাতির হানায় একজনেরই মৃত্যু হয়েছে। যিনি আহত হয়েছেন, তিনি হাতি দেখতে গিয়ে পড়ে যান।

    স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ১৩ থেকে ১৪টি হাতির একটি দল হদহদি গ্রাম সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। দলে থাকা একটি হাতি বেশ রাগী। সে-ই ধেয়ে যাচ্ছে বারবার। ঝাড়গ্রামের ডিএফও ওমর ইমাম জানান, হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে। হাতির দলটিকে অন্যত্র পাঠানোর জন্য সবরকম চেষ্টাও করা হচ্ছে। গ্রামবাসীদের নিরাপত্তায় তাঁরা নানা উদ্যোগ নিয়েছেন। সোলার পথবাতি বসানো হবে বলেও বনদপ্তর সূত্রে খবর।

  • Link to this news (এই সময়)