বাড়ির মধ্যেই গর্তে পড়ল শিশু, অনেক পরে নজরে পড়ল পরিবারের, খুদের মর্মান্তিক পরিণতি জানলে আঁতকে উঠবেন...
আজকাল | ১৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাড়ির মধ্যেই নলকূপের পাশে গর্তে পড়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপীর এলাকায়। ঘটনার পর শোকের ছায়া পরিবারে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো দেড় বছরের খাদিমুলকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে যান তার বাবা ও মা। তাঁরা বাড়ি থেকে বেরিয়ে গেলে দেখভালের দায়িত্বে থাকেন শিশুটির ঠাকুমা। সবসময়ই খাদিমুল তার ঠাকুমার সঙ্গে ঘরে খেলত। কিন্তু এদিন সে নজর এড়িয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। খেলতে খেলতে খাদিমুল বাড়ির ভিতর কলের পাড়ে গর্তে পড়ে যায়। কিন্তু তার ঠাকুমা টের পাননি। এদিক ওদিক খোঁজার পর বেশ কিছুক্ষণ পর তিনি দেখতে পান খাদিমুল কলের পাড়ে গর্তে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কান্নার রোল পড়ে যায় তার পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ।
মৃত খাদিমুলের কাকিমা জানান, আমরা সকাল থেকে জমিতে কাজ করছি। খাদিমুলের মাও আমাদের সঙ্গে কাজ করছে। সেই সময় খাদিমুল খেলতে খেলতে নলকূপের পাড়ে গর্তে পড়ে যায়। সেখান থেকে আর সে উঠতে পারেনি। ওর ঠাকুমা খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ তিনি খোঁজ পান। চিৎকার চেঁচামেচি শুনে আমরা ছুটে আসি এবং ওকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
শীতলকুচি পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারে অলক্ষ্যে ঘটনাটি ঘটেছে। শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।