গাড়ির মধ্যে লুকিয়ে ছিনতাই না অপহরণের ছক? যুবককে আটক করে তদন্ত শুরু পুলিশের ...
আজকাল | ১৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিনেদুপুরে ছিনতাই না অপহরণ? ধন্দে পুলিশ। শনিবার দুপুরে বাড়ির সামনে রাখা গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। হাতেনাতে পাকড়াও করেন গাড়ির মালিক উত্তম নিয়োগী। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের বামচাঁদাইপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শক্তিগড় থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
গাড়ির মালিক উত্তম নিয়োগী বলেন, তাঁর ছেলে স্কুলের গাড়িতে যাবে বলে বাড়ির সামনে রাখা গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তখনও স্কুলের গাড়ি আসেনি। ছেলে লক্ষ করে, নিজেদের গাড়ির ভিতরে কে বসে আছে। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে সকলকে খবর দেয়। রাস্তায় গিয়ে দেখা যায়, গাড়ির লক ভেঙে ভিতরে একজন বসে রয়েছে।
তাকে জিজ্ঞেস করতেই সে কী ভাষায় কথা বলছে, বুঝতে পারছিলেন না কেউ। প্রতিবেশীরা জড়ো হলে, পুলিশে খবর দেওয়া হয়। শক্তিগড় থানার পুলিশ তাকে নিয়ে যায়।তবে ওই যুবক কী উদ্দেশ্য গাড়ির ভিতর ঢোকে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পড়ুয়াকে অপহরণ করতে না গাড়ি চুরি করাই উদ্দেশ্য ছিল, তা ঘিরে পুলিশ তদন্ত করে দেখছে।