আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামি ২০ জানুয়ারি মুর্শিদাবাদ থেকে সভা করে মালদায় আসবেন তিনি। ২১ জানুয়ারী যোগ দেবেন সরকারি অনুষ্ঠানে। মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জোড় কদমে চলছে তারই প্রস্তুতি। এদিন প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ-সহ প্রশাসনিক কর্তারা।
মালদা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০ জানুয়ারি মুর্শিদাবাদের কর্মসূচি শেষে বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পুরাতন মালদার মহানন্দা ভবনে তিনি রাত্রিবাস করবেন। তারপর ২১ জানুয়ারি ইংরেজবাজার শহরের মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন। জেলার এক তৃণমূল নেতা বলেন, মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী বলেন তার অপেক্ষায় রয়েছেন গোটা মালদা জেলার তৃণমূল নেতৃত্ব ও প্রশাসন।
ওইদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এছাড়াও বেশ কিছু গ্রাহকদের হাতে সরকারি সুবিধাও তুলে দেবেন।
সফরকে ঘিরে শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা। তারই অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রীর সভাস্থল মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে চেপে অবতরণ করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। তাঁরা হেলিকপ্টার থেকে নেমে যুব আবাসের ময়দানের প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলেন বলেও জানা গিয়েছে।