রণজয় সিংহ: বাংলাদেশে বর্তমানে ডামাডোলের পরিস্থিতি চলছে। এর মধ্যে মালদহ সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশের জেরে তুমুল উত্তেজনা ছড়াল শুখদেবপুরে। শনিবার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। বিএসএফের তাড়া খেয়ে তারা শেষপর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। বাংলাদেশীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান গ্রামবাসীরাও।
শুখদেবপুরের যে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল সেখানে আজ কৃষকরা ধান কাটছছিলেন। সেইসময় দেখা যায় বেশ কয়েকজন বাংলাদেশি ভারতীয় সীমানায় এসে ধান কাটতে শুরু করে। এনিয়েই উত্তেজনা ছড়ায়। দুদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বাংলাদেশিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এলাকার মানুষজন।
খবর পেয়েই ছুটে আসে বিএসএফ। জওয়ানরা এসে বাংলাদেশিদের বাধা দিতে থাকে। পাশাপাশি বিজিবির সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে বিএসএফ। এরপরই দেখা যায় দুদেশের লোকজন একে অপরকে লক্ষ্য় করে পাথর ছুড়তে থাকে। আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। বিজিবি ও বিএসএফ দুপক্ষের লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিএসএফ ভারতীয় কৃষকদের সীমান্তে এ ধরনের বিরোধ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে এবং ভবিষ্যতে সীমান্তে কৃষিকাজ সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে বিএসএফকে জানাতে বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।