• গুচ্ছ কর্মসূচি নিয়ে মালদহ যাচ্ছেন মমতা, নেত্রীর বার্তা শুনতে মুখিয়ে নেতা-কর্মীরা
    প্রতিদিন | ১৯ জানুয়ারি ২০২৫
  • বাবুল হক, মালদহ: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মালদহে পৌঁছবেন। প্রশাসনিক স্তরে এই কথা জানার পরেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল জেলা নেতৃত্বের তরফেও জোর প্রস্তুতি চলছে।

    প্রশাসনিক সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় কর্মসূচি শেষ করে আগামী ২০ জানুয়ারি বিকেলে মুখ্যমন্ত্রী মালদহ যাবেন। পুরাতন মালদহের মহানন্দা ভবনে তিনি রাত্রিবাস করবেন। পরের দিন ২১ জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই সরকারি অনুষ্ঠান হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন বলেও খবর। এছাড়াও বেশ কিছু গ্রাহকদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)