সীমান্তে ফসল চুরি! ইট ছোড়াছুড়ি ভারত ও বাংলাদেশি কৃষকদের, ফের উত্তপ্ত মালদহের সুখদেবপুর
প্রতিদিন | ১৯ জানুয়ারি ২০২৫
বাবুল হক, মালদহ: বাংলাদেশি কৃষকদের বিরুদ্ধে ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগে ফের উত্তপ্ত মালদহের সুখদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্ত। যার জেরে দুই সীমান্তে জড়ো হন কৃষকরা। দুপক্ষই গালিগালাজ ও পাথর ছুড়তে থাকে বলে বিএসএফ সূত্রের খবর। পরে ভারতীয় জওয়ানরা কৃষকদের সরিয়ে নিয়ে আসেন। তবে বিকেল পযর্ন্ত আন্তর্জাতিক সীমান্তের ৫০-৭৫ মিটারের মধ্যে কিছু বাংলাদেশি কৃষককে দেখা গিয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কাঁটাতার বিহীন এলাকায় ভারতীয় কৃষকরা চাষ করতে যান। ওপারে কাজ করছিলেন বাংলাদেশি কৃষকরাও। সেই সময় ফসল চুরির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুপক্ষেরই প্রচুর কৃষক জড়ো হন সীমান্তে। শুরু হয় ইটবৃষ্টি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। আসেন বিজিবির জওয়ানরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। আগামীতে এই রকম ঘটনা ঘটলে কৃষকরা যেন বিএসএফকে জানায়, সেই কথা বলা হয়েছে স্থানীয় চাষিদের।
গত রবিবার থেকে উত্তেজিত হয়ে রয়েছে সুখদেবপুর সীমান্ত। সেদিন বিএসএফ ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার বসানোর কাজ শুরু করলে আপত্তি তোলে বিজিবি। তাতেই ক্ষুব্ধ হয়েছিলেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। চাপা উত্তেজনা ছিলই। এই আবহে ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদহের সুখদেবপুর।