• ‘দুয়ারে সরকারে’ মিলবে আরও বেশি পরিষেবা, প্রত্যন্ত এলাকায় পৌঁছতে থাকছে মোবাইল ক্যাম্প
    প্রতিদিন | ১৯ জানুয়ারি ২০২৫
  • নব্যেন্দু হাজরা: দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবার সংখ‌্যা বাড়ছে। কৃষিকাজে ব‌্যবহৃত যন্ত্রপাতি কেনার জন‌্য আর্থিক সহায়তাও এবার দুয়ারে সরকারের ক‌্যাম্প থেকে মিলবে। আগামী ২৪ জানুয়ারি থেকে রাজ‌্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। সেখানে ৩৭ রকমের পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

    এবারের কর্মসূচিকে উৎসবের মতো করে পালন করার পরিকল্পনা নিচ্ছে নবান্ন। এবিষয়ে রাজ্যের মুখ‌্যসচিব মনোজ পন্থ একটি বৈঠক করেন জেলাশাসকদের সঙ্গে। শনিবার প্রত্যেক জেলাশাসককে নবান্নের তরফে একটি দুয়ার সরকার সম্পর্কিত স্ট‌্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির ‘প্রসেসিং’ হয়ে যাবে।

    খাদ্যসাথী
    স্বাস্থ্যসাথী
    শারীরিক অক্ষমতার শংসাপত্র
    তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র
    তফসিলি বন্ধু
    মেধাশ্রী
    শিক্ষাশ্রী
    জয় জোহার
    কন্যাশ্রী
    রূপশ্রী
    লক্ষ্মীর ভাণ্ডার
    বার্ধক্য ভাতা
    ঐক্যশ্রী
    স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ মোট ৩৭ টি প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকায়।

    কোনও এলাকা বা মৌজা যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে সেবিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। ৩০ শতাংশ এলাকায় মোবাইল ক‌্যাম্প করতে বলা হয়েছে। কলকাতার যে ওয়ার্ডগুলো বড়, সেখানে মিনি মোবাইল ক‌্যাম্প করা হচ্ছে। আসলে প্রশাসন এবারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছনোর জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যন্ত এলাকার মানুষ, যারা এতদিন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাঁরাও এবার সরাসরি উপকৃত হবেন।
  • Link to this news (প্রতিদিন)