• যানজট সমস্যা মিটবে কী ভাবে? ফ্লাইওভার বন্ধের আগে ট্রায়াল রান বারাসতে
    এই সময় | ১৯ জানুয়ারি ২০২৫
  • টানা প্রায় ২০ সপ্তাহ ধরে কাজ চলবে বারাসত ফ্লাইওভারে। তার আগে বারাসতের রেল লাইনের দুপাশের সংযোগ রক্ষাকারী, অর্থাৎ কলোনি মোড় ও চাঁপাডালি মোড় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্রায়াল রান হলো শনিবার। ট্রায়াল রানের দিনেই যানজটে নাজেহাল যাত্রীরা। ২৫ তারিখ জেলা প্রশাসনের বৈঠক হবে। সেখানেই কোন রাস্তায় কী ভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

    ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় জানান, ১১ নম্বর রেলগেট এলাকায় যানজট বেশি হয়েছে। মূলত ঘন ঘন লোকাল ট্রেন যাতায়াত করায় রেলগেট নামানোর কারণেই এই যানজট তৈরি হয়েছে বলে প্রাথমিক অনুমান। এ দিন রাতেও ভারী যান চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সম্পূর্ণ বিষয়টির উপর লক্ষ্য রেখেই আগামী ২৫ তারিখে আবারও জেলা প্রশাসনের বৈঠক হবে। যেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনওরকম সমস্যা তৈরি না হয়।

    শনিবার দুপুর ১২টার পর থেকেই যশোর রোড-সহ জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়তে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। আগামী ২৫ তারিখ থেকে সপ্তাহের নির্দিষ্ট দিনে যান চলাচল বন্ধ থাকবে বারাসতের রেল লাইনের দু’পাশের সংযোগ রক্ষাকারী রাস্তায়। 

    বারাসত ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ শুরু করার জন্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। ডিসেম্বরে সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে ব্রিজ সংস্কারের কাজ থামিয়ে দেওয়া হয়। জানুয়ারি থেকেই সেই কাজ পুনরায় চালু করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)