সংবাদদাতা, বসিরহাট: প্রথমে স্ত্রীকে মারধর। তারপর তাঁকে বালিশ চাপা দিয়ে খুন করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি হাসনাবাদ থানার রাঘবপুর গ্রামের। মৃত বধূর নাম সন্ধ্যা মণ্ডল (৩০)। ছেলে বিশ্বজিৎ মণ্ডলের দাবি, তার সামনেই সব ঘটনা ঘটিয়েছেন বাবা। ঘটনার পর থেকে মৃতার স্বামী ভোলানাথ মণ্ডল পলাতক। ওই বধূর বাবা এবং ছেলের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী ভোলা মণ্ডলের সঙ্গে সন্ধ্যাদেবীর ঝামেলা, অশান্তি লেগে ছিল। শুক্রবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়। তখন ভোলা স্ত্রীকে মারধর করে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেন বলে অভিযোগ। হাসনাবাদ থানার পুলিস মৃতদেহটিকে উদ্ধার করে প্রথমে টাকি হাসপাতালে নিয়ে আসে। পরে টাকি হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য সেটি বসিরহাট হাসপাতালে পাঠানো হয়। মৃত সন্ধ্যা মণ্ডলের বাবা হাসনাবাদ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত নেমে সন্ধ্যা মণ্ডলের শ্বশুরবাড়ির দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। স্বামী ভোলানাথ মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।