• নেতাজির জন্মদিন পালনে লক্ষাধিক টাকা চাঁদার দাবি, আতঙ্কে শিক্ষক দম্পতি
    এই সময় | ১৯ জানুয়ারি ২০২৫
  • শীতল চক্রবর্তী, বালুরঘাট

    নেতাজির জন্মদিন পালনের নাম করে ১ লক্ষ ২০ হাজার টাকার চাঁদার দাবিতে এক শিক্ষক দম্পতির বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, বালুরঘাটের রঘুনাথপুরে চাহিদা মতো চাঁদা না পাওয়ায় ওই দম্পতির বাড়িতে হামলা চালানো হয় এবং অশ্লীল গালিগালাজ করা হয়। ঘটনায় আতঙ্কিত দম্পতি পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্ত ক্লাব এই ঘটনায় তাদের সদস্যদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ক্লাবের নাম ভাঙিয়ে কিছু বহিরাগত এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি সম্পাদকের।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে কুমারগঞ্জের বাসিন্দা মহাদেব সাহা রঘুনাথপুরে তাঁর মেয়ের জন্য একটি বাড়ি তৈরি করে দেন। মেয়ে মহুয়া সাহা ও তাঁর স্বামী অনুপ সরকার সেখানে থাকেন। দু’জনই শিক্ষক। বাড়ি তৈরির সময়ে পাড়া–প্রতিবেশীদের অনুরোধে স্থানীয় একটি ভাঙাচোরা মন্দির নিজের অর্থে সংস্কার করে দেন মহাদেব। তারপর থেকে নির্বিঘ্নেই দিন কাটছিল দম্পতির। কিন্তু ২৩ জানুয়ারি সামনে আসায় স্থানীয় নেতাজি স্মৃতি ক্লাবের নাম করে কয়েকজন ব্যক্তি তাঁদের কাছে চাঁদা চায় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় দাদাগিরি।

    মহাদেবের অভিযোগ, ‘ক্লাবের তরফে নেতাজির জন্মদিন পালনের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দাবি করা হয়। আমরা অত টাকা দিতে অস্বীকার করি। এরপরই রাতে কয়েকজন এসে দরজায় লাথি মারে, জানালা ভাঙার চেষ্টা করে। মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। আমরা আতঙ্কিত।’

    এরপরই থানায় অভিযোগ করা হয়। তবে নেতাজি স্মৃতি ক্লাবের সম্পাদক অমিতাভ সরকার বলেন, ‘অভিযুক্তরা কেউই ক্লাবের সদস্য নয়। আমাদের ক্লাবের নাম ভাঙিয়ে কিছু বহিরাগত এই তোলাবাজি করছে। ক্লাব এই ঘটনার নিন্দা করছে।’ ক্লাবের অপর এক সদস্য ভোলানাথ সিং বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বের নাম কালিমালিপ্ত করার অপচেষ্টা আমরা মেনে নেব না। পরিস্থিতি অশান্ত হওয়ায় এই বছর নেতাজির জন্মজয়ন্তী উদযাপন বাতিল করা হয়েছে।’ স্থানীয় বাসিন্দারাও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।

    এ প্রসঙ্গে ডিএসপি (সদর) বিক্রমপ্রসাদ বলেন, ‘পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)