• ফেসবুকে খবর পেয়ে অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা
    এই সময় | ১৯ জানুয়ারি ২০২৫
  • এই সময়, শ্রীরামপুর: ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নদিয়ার রানাঘাটের দাসপাড়ার বাসিন্দা, খুদে অস্মিকা দাসের অসুখের চিকিৎসার খরচ ভাইরাল হয়েছে। বাবা–মায়ের একমাত্র সন্তান বিরল রোগে আক্রান্ত অস্মিকার চিকিৎসার জন্য প্রায় ১৭ কোটি টাকার প্রয়োজন। সেই খবর ছড়িয়ে পড়তেই অসুস্থ শিশুর পরিবারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো। শুক্রবার ওই শিশুর বাড়িতে গিয়ে আর্থিক অনুদান তুলে দেয় শ্রীরামপুরের স্বেচ্ছাসেবী সংস্থা স্যাফকন ইন্ডিয়া ও টেম্পল টাচ। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাই সাধ্যমতো অর্থ তুলে দেন। দ্বিতীয় পর্যায়ে আরও কিছু টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা।

    একমাত্র সন্তানের জটিল অসুখ ও চিকিৎসার জন্য বিপুল টাকা খরচের কথা জানার পরেই মাথায় আকাশ ভেঙে পড়ে রানাঘাটের দাস পরিবারের। অস্মিকার বাবা শুভঙ্কর দাস বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। মেয়ের অসুস্থতা ও চিকিৎসার জন্য ছোটাছুটির জন্য চাকরি ছাড়তে হয়। এতে সংসারের পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এক বছরের শিশুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সমাজসেবী, শিল্পীরা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আজ, রবিবার শিশুর চিকিৎসার খরচ জোগাতে রানাঘাটে পদযাত্রা করবেন সাধারণ মানুষ।

    এ দিন শ্রীরামপুরের স্বেচ্ছাসেবী সংস্থা স্যাফকন ইন্ডিয়া ও টেম্পল টাচ–এর সম্পাদক সৌরভ সরকার বলেন, ‘ছোট্ট অস্মিকার অসুস্থতার খবর আমরা ফেসবুক থেকে জানতে পারি। সমস্ত কিছু খতিয়ে দেখতে সংস্থার কিছু সদস্য সেখানে গিয়েছিলাম। শিশুর চিকিৎসার নথিপথ ও প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে খোঁজ নিয়ে আর্থিক সাহায্য করেছি। দ্বিতীয় দফায় আরও কিছু অর্থ তুলে দেব।’

    সৌরভ সরকার আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিশুর অসুস্থতার সুযোগ নিয়ে সমাজ মাধ্যমে একটি প্রতারণা চক্র চলছে বলেও অভিযোগ উঠেছে। তাই আমরা অসুস্থ শিশু ও তার পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সতর্ক হয়েছি। আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষ তাঁদের সামর্থ্য অনুযায়ী শিশুটির পরিবারের পাশে দাঁড়ান। আমাদের সংস্থা থেকে পর্বতারোহী পিয়ালি বসাক ও দুঃস্থ শিল্পীদের আগেও আর্থিক সাহায্য করা হয়েছে।’

  • Link to this news (এই সময়)