এই সময়: পার্ক সার্কাসের শপিং মলের সামনে ঘটে যাওয়া ছিনতাইয়ের কিনারা করল কড়েয়া থানার পুলিশ। তদন্তে নেমে শুক্রবার রাতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১১ লক্ষ ৬০ হাজার টাকা। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরবাইকও।
শনিবার সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব বিভাগ) ভোলানাথ পান্ডে জানান, যুগ্ম নগরপাল (অপরাধদমন)-এর তত্ত্বাবধানে গোটা তদন্ত পরিচালিত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পুলিশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিধাননগর পুলিশের ট্র্যাফিক বিভাগও সিসিটিভি ফুটেজ দিয়ে তদন্তে বড় ভূমিকা রেখেছে।
ডেপুটি কমিশনার জানান, রাজারহাট থানার সহযোগিতায় প্রথমে শামিম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জনকে ধরা হয়। তদন্তে নেমে পুলিশ জেনেছে, ঘটনার দিন দুপুরে নিরাপত্তা সংস্থার কর্মীরা টাকা সংগ্রহ করার সময়ে অভিযুক্তরা এলাকায় নজরদারি চালায়। আগেই স্পট রেকি করেছিল তারা। তার পর সুযোগ বুঝে মোটরবাইকে চেপে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। খোওয়া যাওয়া পুরো টাকাই উদ্ধার হয়েছে। অভিযুক্তদের অপরাধের পুরোনো রেকর্ড রয়েছে কিনা এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা—খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৩ জানুয়ারি, সোমবার দুপুরে পার্ক সার্কাসের ওই শপিং মল থেকে নিরাপত্তা সংস্থার এক কর্মী প্রায় ১২ লক্ষ টাকা সংগ্রহ করে ক্যাশ ভ্যানের দিকে এগোচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক বন্দুকধারী রক্ষীও। সেই সময়ে মোটরবাইকে চেপে দুষ্কৃতীরা এসে টাকার ব্যাগ ছিনতাই করে পালায়।