সোয়েটার-কম্বল লাগছেই না! মাঘে ঊর্ধ্বমুখী পারদ, কনকনে ঠান্ডার আমেজ কি এই সপ্তাহেও মিলবে না? ...
আজকাল | ১৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কোথায় শীত! ভরা মাঘে নেই ঠান্ডার আমেজ। বেলায় চড়া রোদে লাগছে না সোয়েটার। দুপুরে লাগছে না কম্বল। এখনও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে আবারও শীতের পথে কাঁটা পশ্চিমি ঝঞ্ঝা। ফলে তাপমাত্রা আরও বাড়বে। অর্থাৎ চলতি সপ্তাহেও কনকনে ঠান্ডার আমেজ থেকে বঞ্চিত থাকবে বাংলা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী ২২ জানুয়ারি থেকে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে। শীতের আমেজ না থাকলেও, আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর কুয়াশাচ্ছন্ন থাকবে আজ। বিশেষত দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহের শেষদিকে আবারও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।