• নতুন সপ্তাহে মেঘলা আকাশ, কনকনে ঠান্ডা ফিরছে? জানুন শীতের মেয়াদ আর কতদিন
    আজ তক | ১৯ জানুয়ারি ২০২৫
  • এই বছর হাতে গোনা কয়েকদিন ছাড়া তেমনভাবে জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীত অধরাই। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কি জাঁকিয়ে শীত পড়বে? কেমন থাকবে বিভিন্ন জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    হাওয়া অফিসের পূর্বাভাস
     আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে তাপামাত্রা কিছুটা কমবে। তবে তা ক্ষণস্থায়ী। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ফের উর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই পূর্বাভাস। আশঙ্কা করা হচ্ছে,  এইবারে অন্তত আর সেই রকম ভাবে  শীতের দাপট পরবে না অর্থাৎ আমরা যদি কলকাতার কথায় আসি তবে বলা যেতে পারে যে কলকাতায় ১২ থেকে ১৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এই বছরে থাকবে এর নিচে হয়তো খুব সম্ভবত নামবে না।

    তাপমাত্রা কত থাকবে?
    আগাী সপ্তাহে  দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনও রকম কোনো সম্ভাবনা নেই। হালকা কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। অর্থাৎ এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনরকম কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ২৪ ঘণ্টা পর থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। কারণ সেই পশ্চিমী ঝঞ্ঝা। রবিবার থেকে ফের ঝঞ্ঝার গেরোয় থমকে যাবে উত্তুরে হাওয়া। আর  সেই কারণে পারদ পতনের সম্ভাবনা কম রাজ্যে। । আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। ফলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে।
     শীতের আমেজ কতদিন?
    শীত না ফিরলেও শীতের আমেজ থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কুয়াশার দাপট কমবে। বাড়বে দৃশ্যমানতা। আগামী ৪ থেকে ৫ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শীতের আমেজ সেখানে বজায় থাকবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়বে তার উপরে নির্ভর করতে উত্তরবঙ্গের আগামীর আবহাওয়া। তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।
  • Link to this news (আজ তক)