• সেরেছে ক্ষত! বিপর্যস্ত সুড়ঙ্গে মঙ্গলেই গড়াবে মেট্রোর চাকা
    প্রতিদিন | ১৯ জানুয়ারি ২০২৫
  • নব্যেন্দু হাজরা: বিপর্যয় কাটিয়ে বউবাজারের নিচ দিয়ে পশ্চিমমুখী সুড়ঙ্গে প্রথম চাকা গড়াবে মেট্রোর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ জানুয়ারি রাত ১১ টায় সেক্টর ফাইভ থেকে মেট্রো ছেড়ে বউবাজারের তলা দিয়ে মহাকরণ পর্যন্ত যাবে। ভোর চারটে পর্যন্ত দফায় দফায় এই ট্রায়াল রান চলবে। আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে খবর।

    বউবাজারে মাটির তলার অংশে পূর্বমুখী সুড়ঙ্গে মেট্রোর পরীক্ষামূলক দৌড় হলেও সেক্টর ফাইভ-হাওড়ার দিকে মানে পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ চলছিল। গতবছর ডিসেম্বরে যাবতীয় কাজ শেষের পর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তারপর কয়েকদিন হয়েছে ট্রলি রান। এবার আগামী মঙ্গলবার রাতে প্রথম ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর চাকা গড়াতে পারে। ট্রায়াল রান সফল হলে তারপর কিছুদিন পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো। পরে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস ছাড়পত্র দিলে যাত্রী নিয়ে ধর্মতলা থেকে শিয়ালদহ ছুটবে ট্রেন। মাত্র ১১ মিনিটে যাত্রীরা হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যেতে পারবেন।

    তার আগে অবশ্য সিগন্যালিং সিস্টেম আধুনিকীকরণের কাজ হবে। যে কারণে প্রায় দেড়মাস পুরোপুরি বন্ধ রাখা হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত এই দুই শাখায় সম্পূর্ণ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে কেএমআরসিএল। ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারিও পুরো অংশের পরিষেবা বন্ধের আর্জি জানানো হয়েছে কেএমআরসিএলের তরফে। দিনগুলোতেও পুরো অংশে মেট্রোর ট্রায়াল রান হওয়ার কথা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোনও ক্ষেত্রেই হয়নি।

    হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নিচ দিয়ে যাবে, সেখানে দুটি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ শিয়ালদহমুখী সুড়ঙ্গের কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। লাইন পাতাও শেষ। ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালিরেক প্রায়ই যাতায়াত করে। কিন্তু বিপত্তি ঘটেছে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বউবাজারের কাছে। ২০১৯ সালে আগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বউবাজার এলাকায়। তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। নির্মীয়মাণ ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য ৪০ মিটার। ২০২২ সালের মে এবং অক্টোবরে ওই অংশ কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়। জল ঢুকে পড়ে সুড়ঙ্গের মধ্যে। বার বার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় এত দিনেও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি। তবে এবার সেই কাজ শেষ করে চাকা গড়াতে পারে ট্রেনের।
  • Link to this news (প্রতিদিন)