সাতসকালে যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলো একটি লরির। রবিবার সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপরে তালডাংরার চাইপুরে এই ঘটনা ঘটেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাস ও লরির চালক-সহ মোট ১৫ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এ দিন তারকেশ্বর থেকে ৯ নম্বর রাজ্য সড়ক ধরে সিমলাপাল হয়ে খাতড়ার দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। সেই সময়ে তালডাংরার চাঁইপুরের কাছে উল্টো দিক থেকে আসা মালবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। গুরুতর জখম হন বাস এবং লরির চালক। এছাড়াও বাসের একাধিক যাত্রীও আঘাত পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিমলাপাল ও তালডাংরা থানার পুলিশ।
স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধারকাজ চালায় পুলিশ। বাস ও লরির চালক-সহ মোট ১৫ জনকে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে দুই চালকেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ৩ বাসযাত্রীর চিকিৎসা সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালেই করা হচ্ছে।
আহত বাসযাত্রী মধুমিতা ধাড়া জানান, তিনি মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। প্রবল জোরে ঝাঁকুনি অনুভব করেছিলেন তিনি। তারপর কোথা দিয়ে কী ঘটে গিয়েছে, তা বুঝতেও পারেননি তিনি। ঘটনায় আতঙ্কে রয়েছেন মধুমিতা। বাসের আর এক যাত্রী হরিদাস কর্মকার বলেন, ‘মুখোমুখি সংঘর্ষ হয়েছে বাস এবং লরির। অনেক যাত্রী আহত।’ কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? বাস বা লরির গতিবেগ কি বেশি ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।