• এক বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের প্রশ্ন, ক্ষোভ যাদবপুরে
    আনন্দবাজার | ১৯ জানুয়ারি ২০২৫
  • প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গত বৃহস্পতিবার তুলনামূলক সাহিত্যের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে বসে ছাত্রছাত্রীরা দেখেন, প্রশ্নপত্রের এক পাতায় রয়েছে তুলনামূলক সাহিত্যের প্রশ্ন। কিন্তু, পাতা ওল্টাতেই রয়েছে ফিল্ম স্টাডিজ়ের প্রশ্ন। এমন কাণ্ডে হতচকিত পড়ুয়ারা বিভাগীয় শিক্ষকদের সে কথা জানান। দেখা যায়, তুলনামূলক সাহিত্যের প্রশ্নপত্রের উল্টো দিকে ছেপে এসেছে ফিল্ম স্টাডিজ় মাইনরের প্রশ্ন। এর পরেই প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় ফিল্ম স্টাডিজ়ের ওই প্রশ্ন বাতিল করা হয়।

    এমন ঘটনায় অভিযোগ উঠেছে পরীক্ষা নিয়ামকের দফতরের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় এ দিন কটাক্ষের সুরে বলেন, ‘‘কিছু সমস্যা হলেই তো শিক্ষকদের ঘাড়ে দোষ চাপান পরীক্ষা নিয়ামক। দেখুন, এটাও হয়তো শিক্ষকদের দোষ!’’

    পরীক্ষা নিয়ামক সাত্যকি ভট্টাচার্য অবশ্য প্রশ্ন ছাপার ভুলের দায় সংশ্লিষ্ট ছাপাখানার উপরে চাপিয়েছেন। তিনি বলেন, ‘‘ওই প্রেসে চলতি সিমেস্টারের আর কোনও আর্টসের প্রশ্নপত্র ছাপতে দেওয়া হবে না। আর্থিক শাস্তিও দেওয়া হবে। এখন সব প্রশ্নপত্র কন্ট্রোলার বিভাগের তরফে আগে দেখে তবে পরীক্ষার হলে পাঠানো হচ্ছে। ফিল্ম স্টাডিজ়ের নতুন প্রশ্ন বিভাগীয় প্রধানকে তৈরি করার অনুরোধ জানানো হয়েছে। ওই পরীক্ষা নির্দিষ্ট দিনেই হবে।’’

    এ দিকে, সূত্রের খবর, স্নাতকোত্তর স্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি পত্রের পরীক্ষায় প্রশ্নপত্র কম আসার জন্য পরীক্ষা দেরিতে শুরু করতে হয়। সেই পরীক্ষা শেষও হয় দেরিতে। প্রশ্নপত্র ফোটোকপি করে আনিয়ে পরীক্ষা শুরু হয়।

  • Link to this news (আনন্দবাজার)