রবিবার জমিয়ে মাংস রান্নার পরিকল্পনা ছিল। আর সেই কারণেই বাজারের থলে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ছেলে। বাবা কর্মসূত্রে অন্যত্র থাকেন। রবিবারে তিনিও বাড়ি ফিরছিলেন। বাবাকে সঙ্গে নিয়ে মাছ-মাংস কিনে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তরুণের। কিন্তু তা আর হলো না। বাড়ি ফেরার পথে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বালি বোঝাই ট্রাক পিষল বাবা-ছেলেকে।
দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার নিশিগঞ্জ গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মদন মণ্ডল (৫০)। তিনি বন দপ্তরের অস্থায়ী কর্মী। কর্মসূত্রে তিনি অন্য জায়গায় থাকেন। রবিবার সেখান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাইকে করে বাবাকে আনতে গিয়েছিলেন তাঁর ছেলে মৃদুল মণ্ডল (২৫)। ফেরার পথে স্থানীয় বাজার থেকে বোরোলি মাছ ও মাংস কিনে ফিরছিলেন তাঁরা।
বাইক চালাচ্ছিলেন মৃদুল। কিন্তু বাড়ি ফেরার পথে ঘটল দুর্ঘটনা। এক বালি বোঝাই ট্রাকের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। কার্যত দু’জনকে পিষে দেয় ট্রাকটি। এই ঘটনায় বাবা এবং ছেলে দু’জনেই প্রাণ হারিয়েছেন। পুলিশ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পলাতক ঘাতক ট্রাকের চালক। ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ট্রাকটির গতিবেগ বেশি ছিল। সজোরে তা মৃদুলের বাইকে ধাক্কা দেয়। টাল সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যান বাবা এবং ছেলে। ঘাতক ট্রাকটির চালকের খোঁজ করছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, এই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও।