এই সময়, বালুরঘাট: মালদার পঞ্চানন্দপুর থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পাত্রী দেখতে গিয়ে অপহৃত হলেন এক যুবক। তাঁর বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। পরিবার টাকা দিতে অস্বীকার করায় ওই যুবককে মারধর করা হয়। স্থানীয় এক ব্যক্তি তপন থানায় গোপনে খবর দিলে পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত আশরাফ আলি সরকার, রহিমউদ্দিন সরকার, সেরাজুল শেখ ও জাকির হোসেনকে শনিবার বালুরঘাট জেলা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, বিয়ের জন্য পাত্রী দেখতে শুক্রবার মালদা থেকে গঙ্গারামপুরে গিয়েছিলেন বছর চব্বিশের ফিরোজ আলি। পাত্রীর লোকজন তাঁকে বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে বলেন। স্থানীয় চার দুষ্কৃতী ভাব জমিয়ে মেয়ের আত্মীয় বলে দাবি করে ফিরোজকে একটি গাড়িতে তাঁকে তুলে নিয়ে যায় তপন থানা এলাকায় একটি বাড়িতে।
এর পর ওই যুবকের বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় ফিরোজকে মারধর করে ৯০ হাজার টাকা অনলাইনে এবং পকেটে থাকা ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। মারধর, চিৎকার শুনে এক প্রতিবেশীর সন্দেহ হয়। তিনি তপন থানায় ফোন করেন। শুক্রবার রাতেই পুলিশের তৎপরতায় উদ্ধার হন ফিরোজ। তাঁর অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার জানিয়েছেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত। অভিযুক্ত চারজনই পেশাদার অপহরণকারী বলে পুলিশ জানিয়েছে।