• ৫০০কোটি টাকারও বেশি উপহারের ডালি নিয়ে মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ...
    আজকাল | ১৯ জানুয়ারি ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: আগামিকাল, সোমবার মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি আরও ১৫০ কোটি টাকার বেশি ব্যয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস  করবেন তিনি । রবিবার মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে তেমনটাই। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে ইতিমধ্যে বিস্তারিত তালিকা মুখ্যমন্ত্রীর দপ্তরে জেলা প্রশাসনের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর একটা নাগাদ লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশন-এর মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকেই তিনি প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে  কৃষ্ণনগর থেকে দেবীপুর হয়ে জলঙ্গি পর্যন্ত নির্মিত একটি রাস্তার উদ্বোধন করবেন। এছাড়াও প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে বহরমপুর থেকে হরিহরপাড়া-আমতলা রাজ্য সড়কেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল প্রশাসনিক সভা মঞ্চ থেকে তিনি জেলার বিভিন্ন প্রান্তে নির্মিত আরও একাধিক রাস্তার উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। 

    মুখ্যমন্ত্রীর হাত ধরে মুর্শিদাবাদের বাসিন্দারা আগামিকাল বেশ কয়েকটি  জলপ্রকল্পও পেতে চলেছেন বলেও জানা গিয়েছে। প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জেলার কয়েকটি ব্লকে  জলপ্রকল্প এবং পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সহ বিভিন্ন কৃষি প্রকল্পের উদ্বোধন করবেন বলে মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রের খবর।  এছাড়াও প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে  কান্দি মহকুমা হাসপাতাল এবং সামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে দু'টি  ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালের কাজের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
  • Link to this news (আজকাল)