আজকাল ওয়েবডেস্ক: আবার ডিজিটাল অ্যারেস্ট করার হুমকি। আবারও ফোন বন্ধ করার হুমকি। ফের এমন অভিযোগ উঠল বর্ধমানেই। কয়েকদিন আগেই এক সাধু এই চক্রের খপ্পরে পড়েছিলেন। এবারে পড়লেন একজন সমাজকর্মী। তাঁর নাম অপূর্ব দাস।
অপূর্ব দাস বর্ধমানের পরিচিত মুখ। আগে বর্ধমান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলেন। বর্তমানে লেখালেখি আর সামাজিক কাজ নিয়েই থাকেন। তিনি জানিয়েছেন, গত কয়েকদিন আগে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে দাবি করা হয়, তাঁর একটি পার্সেল আটকে আছে। যেটিকে পাঠাতেই হবে। কিন্তু অপূর্ব বা তাঁর স্ত্রীর এইরকম কোনও পার্সেল ছিল না।
দু-তিনদিন পরে আবার একটি অচেনা নম্বরের ফোন কল আসে। সেখানে তাঁকে বলা হয়, আপনি অবৈধ ফোন কল করেছেন। আপনার ফোন কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর শূন্য বা নয় বোতাম টিপতে বলা হয় তাঁকে। অপূর্ব জানান, তিনি ভয় পাননি। তিনি জানতেন, এরকম অনেকের সঙ্গেই ইদানিং হচ্ছে। পরে তাঁর ফোন বন্ধও হয়নি। তিনি বিষয়টি যথাস্থানে জানিয়েছেন। একইসঙ্গে সবাইকে আরও সচেতন থাকার কথাও বলেছেন।