বাইকে সজোরে ধাক্কা বেপরোয়া ট্রাকের, পিষে মৃত্যু হল বাবা-ছেলের
আজকাল | ১৯ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বালিবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বাবা ও ছেলের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার একনম্বর ব্লকের দেওয়ানবস এলাকায়। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চিলকিরহাট ফাঁড়ির পুলিশ। পরে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ঘটনার জেরে গোটা পরিবারে শোকের ছায়া নেমেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ ছেলেকে নিয়ে বাইকে চেপে মাঘপালার দিক থেকে নিশিগঞ্জের দিকে আসছিলেন এক ব্যক্তি। সেই সময় দেওয়ানবস এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ওই ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে দেখেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু'জনের। পরে স্থানীয়রা খবর দেয় চিলকিরহাট ফাঁড়ির পুলিশকে। পরে পুলিশ এসে তাৠদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেওয়ানবস এলাকার রাস্তা দিয়ে বালিবোঝাই ট্রাকগুলি দ্রুতগতিতে চলাচল করে। সে কারণে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে নজরদারির দাবিও জানিয়েছেন তাঁরা।
চিলকিরহাট ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই দুজনের নাম মদন মণ্ডল (৪৬), মৃদুল মন্ডল (২৬)। তাঁদের বাড়ি ফলিমারি গ্রামে। এদিন মাঘপালার দিক থেকে নিশিগঞ্জের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন বাবা ও ছেলে। সেই সময় দেওয়ানবস এলাকায় ট্রাকটি সাইট দিতে গিয়ে বাইকে ধাক্কা দেয়। সেখানে ছিটকে পড়ে যায় তাঁরা দু'জনে। তাঁদের উপর দিয়ে ওই ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
বাইক চালানোর সময় চালকের মাথায় হেলমেট ছিল। কিন্তু বাইকের পিছেন যে আরোহী ছিল তাঁর মাথায় কোনও হেলমেট ছিল না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।