• 'ছেলেমেয়েদের কট্টর হিন্দু তৈরি করুন, বাড়িতে অস্ত্র রাখুন', সুকান্ত-নিদানে বিতর্ক
    আজ তক | ১৯ জানুয়ারি ২০২৫
  • 'বাড়ির ছেলেমেয়েদের কট্টর হিন্দু তৈরি করুন'। হুগলির একটি সভায় এমন নিদানই দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সঙ্গে বাড়িতে বাড়িতে অস্ত্র রাখার পক্ষেও সওয়াল করেছেন। তাঁর এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে। ফিরহাদ হাকিমের মন্তব্য, সন্ত্রাসবাদীদের ভাষার সঙ্গে মিল রয়েছে। 

    হুগলির প্রকাশ্য সভায় সুকান্ত বলেন,'যদি নিজের ধর্ম, সংস্কৃতি এবং আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। কিন্তু ভালো হিন্দু বানান, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারাল অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম-সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার-অফিসার যা-ই হোক না কেন, ফুটে যাবে, দু'পয়সা দাম থাকবে না। উদ্বাস্তু হয়ে অন্য কোথায় চলে যেতে হবে'।

    পাড়ায় পাড়ায় বজরংবলির মন্দির তৈরির করার বার্তাও দিয়েছেন সুকান্ত। তাঁর কথায়,'এখনও সময় আছে। নিজের ধর্মরক্ষার অধিকার আছে সবার। তাই ধর্মরক্ষার জন্য সকলে একত্রিত হোন। যেখানে যেখানে সম্ভব হবে, ছোট মাপের হোক, মন্দির তৈরি করুন। বজরঙ্গবলির মন্দির তৈরি করুন'।

    বাড়িতে অস্ত্র রাখার পক্ষেও সওয়াল করতে শোনা গিয়েছে সুকান্তকে। বলেন,'আমরা কাউকে আক্রমণ করতে যাব না। হিন্দুসমাজ কোথাও আক্রমণ করতে যায় না। কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার আছে। বাঁচতে তো হবে! পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে! নরেন্দ্র মোদী-অমিত শাহ বিএসএফ নামাবেন। কিন্তু সেই পর্যন্ত তো বাঁচতে হবে! ততক্ষণ পর্যন্ত কে বাঁচাবে? দিদির পুলিশ বাঁচাবে না। কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ, দিদির পুলিশ বাঁচাবে না কারণ ওটা সিদ্দিকুল্লা চৌধুরী, শেখ শাহজাহান, সওকত মোল্লার পুলিশ। আপানর জন্য রয়েছে নরেন্দ্র মোদী। নিজের ধর্ম ও সংস্কৃতির জন্য সবাই মিলে লড়াই করুন। ছোটভাই হিসেবে যে কথাগুলো বললাম, সেটা নিয়ে ভাবুন। ছেলেমেয়ে বাড়িতে যে আছেন, তাঁকে কট্টর হিন্দু বানান। আমাদের পূর্বপুরুষরা বলে গিয়েছেন, ধর্মের জন্য সব কিছু ত্যাগ করা যায়। কোনওকিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না'। 

    সুকান্ত যাঁরা নাম করেছেন সেই ফিরহাদ হাকিম প্রতিক্রিয়া দিয়েছেন। কলকাতার মেয়রের কথায়,'একজন সন্ত্রাসবাদী যে ভাষায় কথা বলে, কোনও দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রীর সেই ভাষায় কথা বলা উচিত নয়। হিন্দু নয়, মুসলমান ওরা, এ জিজ্ঞাসে কোন জন? আপনারা প্রথমে ভারতীয় তৈরি করুন, মানুষ তৈরি করুন। এই বার্তা আসা উচিত। আমরা যাঁরা ভারতের মানুষ, তাঁরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। যাঁরা প্রকৃত হিন্দু, রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্বাস করতেন, যত মত তত পথ। তাঁর বার্তাই ভারতের বার্তা, সুকান্ত বা ভাগবতের বার্তা ভারতের বার্তা নয়'।
  • Link to this news (আজ তক)