আর কবে জাঁকিয়ে শীত পড়বে? আবহাওয়া অফিস যা জানাচ্ছে...
আজ তক | ১৯ জানুয়ারি ২০২৫
বাংলা থেকে শীত প্রায় উধাও। কিছু কিছু লোক তো দিনের বেলা ফ্যান চালাচ্ছেন গরম লাগছে বলে। যদিও তাতে কোনও ভুল নেই। সত্যিই শীতের ছিটেফোঁটা নেই শহর কলকাতায়। বরং দিনের বেলা রীতিমতো গরম লাগছে। কপালে দেখা যাচ্ছে ঘামও। কথায় আছে, মাঘের শীতকে বাঘে ভয় পায়। তবে, আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বাঘ ভয় পাওয়া তো দূর, একটুও ঘাবড়েও যাবে না। ভরা পৌষে শেষবার এরকম কবে হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই।
তাহলে আর কবে জাঁকিয়ে শীত বাংলায় পড়বে?
এই প্রশ্নের কোনও ঠিক উত্তর দিতে পারছে না আবহাওয়া দফতরও। মাঘ মাসের প্রথম সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৫ ডিগ্রির আশেপাশে। তাই শীত শীত ভাব থাকলেও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই। সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি, সর্বনিম্ন তাপমাত্রাও রয়েছে ১৫ ডিগ্রির কাছাকাছি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। জাঁকিয়ে শীত থাকবে না। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী তিনদিন এই তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তারপরে ২ ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণের কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে সকালের দিকে কুয়াশা পড়তে পারে। বেলা বাড়লে কেটে যাবে।
উত্তরেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে। মঙ্গলবার থেকে কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।