• ডোমকলে পুলিশ ভ্যানে হামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা
    দৈনিক স্টেটসম্যান | ১৯ জানুয়ারি ২০২৫
  • ডোমকলে পুলিশকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম হাফিজুল শেখ। এই নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ৫। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। কবে গ্রেপ্তার হবে মূল অভিযুক্ত রানা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে গ্রামের বাসিন্দা সাহিন মণ্ডলের বাড়িতে গয়না চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে নেমে রানা শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, চোর হিসেবে নিজের গ্রামে রানার ‘কুখ্যাতি’ রয়েছে। এর আগেও একাধিকবার বিভিন্ন মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে সেই রানাকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছিলেন তদন্তকারীরা।

    সেই সময় ডোমজুড়ের বিলাসপুর ঘাটপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযুক্তের বাবা, মা-সহ এলাকার কয়েক জন পুলিশের উপর চড়াও হন। অতর্কিত এই হামলায় পুলিশ কিছুটা হতভম্ব হয়ে পড়ে। সেই সুযোগে গাড়ি ভাঙচুর করে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। সেই ঘটনায় জখম হয়েছেন এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত। ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

    সূত্রের খবর, কিছু গ্রামবাসী ওই পুলিশ আধিকারিকের গলা লক্ষ্য করে হাসুয়া চালান। নিজেকে বাঁচাতে ওই আধিকারিক হাত বাড়িয়ে দিলে তাঁর আঙুলে গুরুতর আঘাত লাগে। পুলিশের উপর হামলার ঘটনা এবং আসামি ছিনতাইয়ের অভিযোগে ইতিমধ্যে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের মীনা বিবির বিরুদ্ধে।

    শনিবার রাতে ডোমকল থানা এলাকার একটি জায়গায় তল্লাশি চালিয়ে হাফিজুলকে গ্রেপ্তার করা হয়। ডোমকল মহকুমার পুলিশ আধিকারিক রসপ্রীত বলেন, হাফিজুল শেখকে নিজেদের হেফাজতে চেয়ে রবিবার বহরমপুর আদালতে আবেদন করা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)