সোশাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট! বসিরহাটে গ্রেপ্তার যুবক
প্রতিদিন | ১৯ জানুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্নেয়াস্ত্র হাতে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন যুবক। খবর পেয়ে তাঁকে রীতিমতো ফিল্মি কাঁয়দায় গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। আদালতে পেশ করা হয়েছে ধৃতকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অভিজিৎ রায়। তিনি বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর এলাকার বাসিন্দা। সম্প্রতি যুবক সামাজিক মাধ্যমে দেশীয় বন্দুক হাতে ছবি দেন। সেই খবর পৌঁছায় পুলিশের কাছে। তারপরই বাড়িতে অভিযান চালায় বসিরহাট থানার আধিকারিকরা। এদিকে, পুলিশ আসার খবর পেয়েই বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন যুবক। তাঁকে ধাওয়া করে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করে পুলিশ।
অভিজিতকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। কোথা থেকে যুবক অস্ত্র পেলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কি অস্ত্রোপাচার হচ্ছে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে কোনও অপরাধে যুক্ত থাকার অভিযোগ নেই যুবকের বিরুদ্ধে। সেক্ষেত্রে কি কোনও দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন যুবক? কোনও নাশকতার ছক ছিল তাঁর? ধৃতকে হেফাজতে নিয়ে সব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।