ডিজির সফরের পরই মালদহের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার শার্প শুটার, ধৃত বেড়ে ৮
প্রতিদিন | ১৯ জানুয়ারি ২০২৫
বাবুল হক, মালদহ: মালদহের ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে গ্রেপ্তার শার্প শুটার মহম্মদ আসরার। বিহারের পূর্ণিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুলালকে হত্যার জন্য যে বিহারের যে ৪ জনের দল তৈরি হয়েছিল, তাদের এক জন আসরার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতাকে খুনের জন্য দুটি পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। প্রথম প্ল্যান ব্যর্থ হলে, প্ল্যান বি-র অংশ হিসাবে থাকা শার্প শুটার বলে পরিচিত মহম্মদ আসরার গুলি চালাত বলে ঠিক ছিল। ঘটনার পর থেকে দলের কয়েকজন সদস্য গ্রেপ্তার হলেও পলাতক ছিলেন ধৃত আসরার। সূত্র মারফত খবর পেয়ে বিহারের পূর্ণিয়া জেলার বাইসি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে দুষ্কৃতী দলের সদস্য শামি আখতার, আবদুল গনি। খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। গ্রেপ্তার হয়েছেন তাঁর ঘনিষ্ঠ নেতা স্বপন শর্মাও। এবার গ্রেপ্তার করা হল শার্প শুটারকে। তবে অভিযুক্ত রোহন রজক ও বাবলু যাদব এখনও পলাতক। বারবার নিজেদের লোকেশন বদলাচ্ছে তারা এমনই খবর পুলিশ সূত্রে।
এদিকে, শুক্রবারই মালদহে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জেলা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। এবার গ্রেপ্তার হল আরও ১ দুষ্কৃতী। তবে কবে জালে ধরা পড়বে রোহন ও বাবলু? সেই প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো চেষ্টা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ধরা পরবে দুই অভিযুক্ত।