• কাউন্সিলার দুলাল খুনে বিহার যোগ আরও স্পষ্ট, এ বার পুলিশের জালে শুটার
    এই সময় | ১৯ জানুয়ারি ২০২৫
  • তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার খুনে এ বার এক শুটারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ আসরার। বছর ২২-এর এই যুবক বিহারের পূর্ণিয়ার বাইসি থানা এলাকার বাসিন্দা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার দুলাল সরকারকে যে কয়েকজন গুলি করেছিল, তাদের মধ্যে অন্যতম এই আসরার।

    কাউন্সিলার দুলাল সরকারকে খুন করার জন্য যে বিহারের দুষ্কৃতীদের ব্যবহার করা হয়েছিল, তা আগেই সন্দেহ করেছিল পুলিশ। বিহারের বাসিন্দা সামি আখতার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। এ বার ফের মহম্মদ আসরারকে পাকড়াও করার পর কাউন্সিলার খুনে বিহার যোগ আরও স্পষ্ট হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

    উল্লেখ্য, গত ২ জানুয়ারি ইংরেজবাজারে নিজের কারখানার বাইরে দুলাল সরকারের উপর গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় মৃত্যু হয় তাঁর। তদন্তে নেমে মালদা শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। তিনি দুলাল খুনের অন্যতম চক্রী বলে মনে করছেন তদন্তকারীরা।

    দুলালকে খুনের জন্য মোটা টাকা সুপারি দেওয়া হয়েছিল। ব্যবহার করা হয়েছিল বিহারের দুষ্কৃতীদের। কাউন্সিলারকে খুুনের জন্য মোট ৪ জন শুটারকে ব্যবহার করা হয়েছিল। তাদের মধ্যে অন্যতম এই আসরার বলে সন্দেহ পুলিশের। দুলালের স্ত্রী চৈতালী ঘোষ সরকার দাবি করেছিলেন, তাঁর স্বামীকে খুনের নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে। পুলিশি তদন্তে পুরোটা সামনে আসবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। দুলাল খুনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)