তৃণমূল কংগ্রেস ১২। বিরোধীরা ০। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিত লিমিটেডের নির্বাচনে কার্যত হোয়াইটওয়াশ বিরোধীরা। ‘মানুষ উন্নয়নের পাশে দাঁড়িয়েছে’ বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। অন্যদিকে তৃণমূল প্রভাব খাটিয়ে নির্বাচনে জিতেছে বলে দাবি বিরোধীদের।
বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিত লিমিটেডের নির্বাচনে মোট ১২টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। দাঁত ফোটাতেই পারল না বিরোধী জোট। রবিবার বুনিয়াদপুর পুর এলাকার হাটখোলায় অবস্থিত সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ভোট হয়। বিকেলে ভোটের ফলাফল বেরোতেই আনন্দে মেতে ওঠেন তৃণমূল সমর্থকেরা।
তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘বুনিয়াদপুরে এই সমবায় সমিতির ভোটারদের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল। আমরা সেই বিশ্বাস নিয়ে এগিয়েছিলাম। ভোটাররা আমাদের বিশ্বাসের মর্যাদা রেখেছেন। আমাদের প্রতি তাঁদের যে আস্থা ছিল, তা আবার একবার প্রমাণিত হল।’ যদিও বিরোধীদের দাবি, বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বাঁচানোর লড়াই হয়েছিল। শুরু থেকেই ঝামেলা হয়েছে বলে দাবি বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রভাবিত করে তৃণমূল কংগ্রেস অবৈধভাবে এই নির্বাচনে জয়ী হয়েছে।
প্রসঙ্গত, প্রায় দশ বছরের মাথায় ভোট হল বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে। ২০১৫ সালে শেষবার ভোট হয়। পাঁচ বছর ক্ষমতায় ছিল তৃণমূল। পরবর্তীতে বাকি পাঁচ বছর দায়িত্বে ছিল ব্লক প্রশাসনের। এ বারে তৃণমূলের পক্ষ থেকে ১২ জন প্রার্থী দেওয়া হয়। অন্যদিকে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস একজোট হয়ে প্রার্থী হন ১১ জন। ভোট শুরু হওয়ার পরে প্রথম অবস্থায় ভোটার লিস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও পরবর্তীতে ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল ঘাসফুল শিবির।