• কিশোর-ক্রিকেটারের রহস্যমৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা
    এই সময় | ২০ জানুয়ারি ২০২৫
  • এক কিশোরের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল রবিবার। হাসনাবাদের নোয়াপাড়ার বাসিন্দা ছিল দেব ঘোষ (১৬)। ক্রিকেট খেলত সে। সপ্তাহে তিন দিন সে কলকাতায় ক্রিকেট প্র্যাক্টিস করতে আসত বলে জানা গিয়েছে। শনিবারও হাসনাবাদ থেকে কলকাতায় এসেছিল বলে খবর।

    পরিবারের অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর পর ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরে ছেলে জানায়, সায়েন্স সিটির সামনে থেকে তাকে কয়েক জন ধরে নিয়ে গিয়েছিল। মোবাইল ফোনও কেড়ে নেয়। এর বেশি কিছু বলতে পারেনি।

    এ দিকে পরিবারের লোকেরা খোঁজ করে জানতে পারে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে রয়েছে ছেলে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

    দেব ঘোষের এক পড়শি নিত্যানন্দ নস্কর জানান, শনিবার ভোর ৫টায় বাড়ি থেকে বেরোয় দেব। কলকাতায় ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু পরে খবর আসে, সেখানে যায়নি। তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকজন। খোঁজ শুরু হয়। রাতভর খোঁজ করলেও কোনও খবর পাওয়া যায়নি। থানায় গেলে পুলিশ জানায়, ২৪ ঘণ্টা না হওয়ায় অভিযোগ নেবে না।

    এরই মধ্যে রবিবার সকালে খবর আসে মিনাখাঁ হাসপাতালে ভর্তি দেব। সেখান থেকে এসএসকেএমে আনা হয়। পরিবারের দাবি, পথেই দেব জানিয়েছিল, তাকে পাঁচ জন তুলে নিয়ে যায়। তার পর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে মালঞ্চের গাড়ি ধরে মিনাখাঁয় পৌঁছয়। এসএসকেএমে এ দিন পরিবারের লোকজন দেবের দেহ নিতে এলেও পরিস্থিতি কিছুটা অশান্ত হয়। যদিও তা সামাল দেয় পুলিশ।

  • Link to this news (এই সময়)